ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাগুরু আব্দুল বাতিন এর বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, শিক্ষকরা সমাজের বটবৃক্ষ তারা শিক্ষার আলো দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। একটি বটবৃক্ষ যেভাবে মানুষকে ছায়া দিয়ে শীতল করে, তেমনি শিক্ষা আমাদের সমাজ, দেশ ও জাতিকে শান্ত করে তুলে। শিক্ষা প্রতিষ্ঠান এক একটি চারা গাছের মত, এই চারা গাছ যদি আমাদের মনের মাধুরী দিয়ে সাজাই তাহলে এর ফল আমরা স্বাচ্ছন্দ্য ভাবে ভোগ করতে পারি। ঠিক তেমনি একজন ছাত্রকে তার শিক্ষক সমস্ত মেধা, মনন ও প্রজ্ঞা দিয়ে সাজিয়ে তুলেন যাতে করে
জ্ঞানগরিমায় আমাদের সন্তান্দের জীবন ফুলে সুশোভিত হয়ে উঠে। এই রকম একজন শিক্ষক হচ্ছেন আব্দুল বাতিন। তিনি অসংখ্যক শিক্ষার্থী তৈরি করেছেন। যারা এখন কর্ম সুবাদে এই সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে তারা নেতৃত্ব দিচ্ছেন। এ টাই প্রমাণ করে আব্দুল বাতিনের জীবনের সফলতা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাগুরু আব্দুল বাতিন এর অবসর গ্রহণ উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক এর সভাপতিত্বে ও জাহেদ মামন, এমদাদ হোসেন, আমির আলী ও গোলাপ হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিপিকা রায়, জাঙ্গাইল সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ, প্রাক্তন অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী মোঃ ওয়ারিছ আলী, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহিনা আক্তার ও আলপনা দাস।
শিক্ষকদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন নাহার, ছাত্রদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবাজ আহমদ মেম্বার, জালালাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন ফয়সল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আহমদ গীতা পাঠ করেন সুমন চন্দ্র দাস
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক বলেন, শিক্ষাগুরু আব্দুল বাতিনদের বিদায় নেই। তারা দুনিয়াতে যতদিন বেচে থাকবেন সমাজে শিক্ষার আলো ছড়িয়ে যাবেন। ঘোপাল সরকারি প্রাথমিন বিদ্যালয় তার নিজ এলাকার বিদ্যালয়। এ বিদ্যালয়ের যে কোন বিষয়ে তিনি এগিয়ে আসবেন এটা আমাদের প্রত্যাশা।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More