সিলেট সদরের ৩ ইউনিয়নে চুরি-ডাকাতি নির্মূলের লক্ষ্যে ১২৩ সদস্যের কমিটি
সিলেট সদর উপজেলার হাটখোলা-জালালাবাদ ও কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নে চুরি-ডাকাতি নির্মূলের লক্ষ্যে ১২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দুপুরে হাটখোলা ইউনিয়ন অফিসে ৩ ইউনিয়নের বাসিন্দাদের এক বৈঠকে এ কমিটি গঠন করার কথা জানানো হয়।
হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসাহিদ আলীর সভাপতিত্বে ও কাজী লুৎফুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাওলানা কে.এম রফিকুজ্জামান, সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বী হামিদুর রহমান, নুরুল ইসলান, হাজী মখলিছুর রহমান, মুফতী মাওলানা মুফিজুর রহমান, আলহাজ্ব খুরশিদ আহমদ, সুনাধন মিয়া, শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মিসবাহুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মন্তকা আহমদ মেম্বার, ইলিয়াসুর রহমান, আবুল বশর মেম্বার, জমির আলী মেম্বার, শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সমাজসেবক দিলোয়ার হোসেন, আকবর আলী, বাহার উদ্দিন মেম্বার, বুরহান মিয়া, মবশ্বির আলী, ডাঃ শামছুল ইসলাম, ছমির শাহ, রহমান আলী, আহমদ হোসেন, হাফিজ জালাল উদ্দিন, হাফিজ আলাউদ্দিন, আলকাছ মিয়া মেম্বার, কামরান আহমদ মেম্বার, ফজর ইসলাম, সমুজ আলী, আজমান উদ্দিন, ছাদক আলী, আব্দুল হক, মটুক মিয়া, মানিক মিয়া, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন ফারুক, আব্দুল হাসিম প্রমুখ।
সভায় চুরি-ডাকাতি প্রতিরোধ কমিটির গঠনের লক্ষ্যে ১২৩ সদস্যে্র নামের তালিকা করা হয় এবং আগামী শনিবার সকাল ১১ টায় আবারও হাটখোলা-জালালাবাদ ইউনিয়নের সকল গ্রাম ও ইছাকল ইউনিয়নের কয়েকটি গ্রামের সকল সদস্যদেরকে নিয়ে শিবের বাজারস্থ হাটখোলা ইউনিয়ন পরিষদ মাঠে কার্যকরী কমিটি গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। এই কমিটির মাধ্যমেই আগামী দিনে কঠোর আন্দোলন ও কর্মসূচি প্রদান করা হবে।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের কুখ্যাত ডাকাত সর্দার আলতা বাহিনী কর্তৃক চুরি-ডাকাতিসহ নানা অপকর্ম ও শিবের বাজারের ব্যবসায়ী ছগির মিয়া, কবির মিয়া ও রবিউল ইসলামের উপর হামলার ঘটনার প্রতিবাদ এবং অত্র এলাকা থেকে চুরি-ডাকাতি চিরতরে নির্মূলের লক্ষ্যে হাটখোলা-জালালাবাদ ও ইছাকল ইউনিয়নবাসী এরপূর্বে আরও কয়েকটি সভা করেন।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More