শোকের মাস আগস্ট উপলক্ষে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বেতার কেন্দ্র নানা সর্মসূচি পালন করছে। শোকের মাস আগস্ট উপলক্ষে ‘শোকাবহ আগস্ট’ ও ‘আগস্ট ট্র্যাজেডি’ শিরোনামে প্রতিদিন দু’টি করে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এতে আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাজ্ঞ নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। আলোচনা ছাড়াও বঙ্গবন্ধুকে নিবেদিত গান, কবিতা, স্মৃতিচারণমূলক তথ্যবহুল সাক্ষাতকার, বঙ্গবুন্ধুর অমর কাথা, ছোটদের নিয়ে অনুষ্ঠানসহ নানা আঙ্গিকে নির্মিত অনুষ্ঠানসমূহ নিয়মিত প্রচার করা হচ্ছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শোকের মাস আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সকল অনুষ্ঠানসমূহ অত্র কেন্দ্র থেকে রীলে করে শুনানো হবে।
তাছাড়াও ৫ই আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীও উদযাপিত হচ্ছে। বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকা এবং জেলা প্রশাসন সিলেট কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে ড্রপডাউন ব্যানার, প্রধান ফটকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে। বর্ণিত গুরুত্বপূর্ণ দিবসসমূহে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিও রয়েছে। একইভাবে ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা উপলক্ষে অনুষ্ঠানমালাও প্রচার করা হবে। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে প্রচারিত এ অনুষ্ঠানসমূহ ৮৮.৮, ১০৫.২ ও ৯০ মেগাহার্জে, মধ্যতরঙ্গ ৯৬৩ কিলোহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল এপ্সে শুনা যাচ্ছে।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More