সিলেটে মোমেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আবদুল মোমেন এমপ ’র নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন সিলেটবাসীর সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষে পাশে দাঁড়ায় এ সংগঠনটি। এর ধারাবাহিকতায় নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়াবাজার এবং ধানুহাঠারপার পাড় এলাকায় অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন।
মঙ্গলবার (২আগস্ট) সকাল থেকে সিলেট নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়া পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব পিন্টু আহমদ সিলেট সিটি করর্পোরেশন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি আক্রম আলী, ফরহাদ বক্স, জাতীয় মহিলা সংস্থার সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সভাপতি আবিদুর রহমান অহি, এলাহি যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের লাল, এলাকার মুরব্বিয়ান, আব্দুল মালেক,ফজর আলী, আব্দুর রউফ, হেলাল আহমদ প্রমুখ।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

