(বাক) এর সহযোগিতায় সিলেট সালুটিকর বাজারে “কলের গাড়ি”র ত্রান বিতরণ

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সহযোগিতায় সিলেটের সালুটিকর বাজার এলাকার বন্যাদুর্গত মানুষদের মধ্যে “কলের গাড়ি”র ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৮) জুলাই দুপুরে সালুটিকর বাজারে এ ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায়
এসময় উপস্হিত ছিলেন জালালাবাদ অ্যসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, যুক্তরাষ্ট্র প্রবাসী মুকুল হক ,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর শামসুল বাসিত শেরো, ফারজানা সুমি ,কুয়াশা,মাসুম,শান্ত,বিশাল বিমল ও খলিলসহ নাট্যকর্মী বৃন্দ।
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More