Main Menu

ওসমানী বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণবার উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। তবে, এরসঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, তাদের কাছে আগেই তথ্য ছিলে এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই, বিমান অবতরণের পর সব যাত্রীদের তল্লাশি করা হয়। কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *