Main Menu

বাসভাসি মানুষের পাশে সিওমেক ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, স্বনামধন্য এবং দেশে-বিদেশে চিকিৎসা পেশায় উচ্চপদে কর্মরত তাদের পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ২টায় ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন এর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুল ইসলাম, সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী যথাক্রমে বশির উদ্দিন, শিবেন চন্দ্র দাস, মো. মনসুর আহমদ, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, আখলাকুল আম্বিয়া, নুর আহমদ, জমসেদ মিয়া, শামসুন্নাহার, লরিমা বেগম, জনি তালুকদার প্রমুখ।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রফিক আহমদ টিপু, জিল্লুর রহমান, আনোয়ার আহমদ, কামরুল ইসলাম, নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া হাওর, সিটিংবাড়ী, সাতকুরী কান্তি, ডাকাতি কান্তি, শিয়ালা হাওর, নিহাইন, হাটগ্রাম, আলীর গ্রাম, দেওয়ার গ্রাম প্রভৃতি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *