১৪ বছর পর ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ফিফা টায়ার ওয়ানের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বান্দুংয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা।
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০৮ সালে। প্রায় ১৪ বছর পর তাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
লাল-সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, আজকের ম্যাচটি নিজেদের যাচাই করার বড় ক্ষেত্র। ইঞ্জুরির কারণে অনেকেই এবার দলের সঙ্গে নেই। যারা আছেন স্কোয়াডে তাদের নিয়েই পরিকল্পনা সাজাতে হবে কোচকে।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে ম্যাচটি এশিয়া কাপের প্রস্তুতির বড় জায়গা। তিন জানান, বাংলাদেশ এই ম্যাচের মাধ্যমে এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবো।
জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের আগে জন্য ৯ হাজার টিকিটও ছেড়েছে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন। এরই মধ্যে সেই টিকিট নাকি শেষ।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১৫ হাজার হলেও করোনা পরবর্তী সময়ের জন্য ১০ হাজারের কম টিকিট বিক্রি করেছে তারা।
Related News

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরেRead More