আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে অধ্যক্ষ সুজাত আলী রফিকের শোক
বরেণ্য অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আবুল মাল আবদুল মুহিত’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক।
শনিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায় বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন একজন আলোকিত মানুষ। তার ব্যক্তিগত শুদ্ধাচার শ্রেণি নিরপেক্ষ ভাবে সকলের কাছেই শ্রদ্ধার আসন করে নিয়েছেন। তিনি ছিলেন সততা ও নিষ্ঠার মূর্ত প্রতীক। সিলেটের উন্নয়নে তার নাম চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সিলেট তথা দেশবাসী হারিয়েছে এক বড় মাপের বুদ্ধিজীবীকে।
আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে বেহেস্তের সর্ব উচ্চ জাগা কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
Related News
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম (৭৮) আর নেই। বৃহস্পতিবারRead More
সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবেরRead More