বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৮ মে শুরু, উদ্বোধন সিলেটে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট আগামী ৮ মে থেকে শুরু হচ্ছে। এ টুর্নামেন্টের উদ্বোধন হবে সিলেটে।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। উদ্বোধীন অনুষ্ঠানে কনসার্টের আয়োজনও থাকবে বলে জানা গেছে। আসবে ব্যান্ড চিরকুট। এছাড়া স্থানীয় জনপ্রিয় শিল্পীরাও গান গাইবেন।
এ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ ১৭) ফুটবল টুর্নামেন্ট জেলা কমিটির সভা রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন (সার্বিক), সিলেট মহানগর পুলিশের সহকারী উপ কমিশনার (উত্তর-অপরাধ) গৌতম দেব, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক হানিফ আলম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অনুর্ধ্ব ১৭) টুর্নামেন্টের বিগত আসরগুলোতে সিলেট জেলার কৃতিত্বের ফলে এবার এখানে উদ্বোধন পর্ব হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সিলেট পর্ব বর্ণিল ও দর্শক উপস্থিতিতে জমজমাট করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More