সিলেটে করোনা আক্রান্ত ৪ জনের চিকিৎসা চলছে

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা চলছে ৪ করোনা আক্রান্ত রোগীর।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের এক নারী। তিনি গত এক সপ্তাহ থেকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার আক্রান্ত দু’জনেরই চিকিৎসা দেয়া হচ্ছে ওই হাসপাতালে।
এদের সবার শারীরিক অবস্থা আগের মতই রয়েছে। হাসপাতালে ভর্তি ওই ৪ জনকে করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক সংশ্লিষ্ট চিকিৎসক কর্মকর্তা ।
জানা গেছে, বর্তমানে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১ জন রোগী। এরমধ্যে ৪ জন করোনা আক্রান্ত। বাকি ৭ জন করোনা সন্দেহভাজন হিসেবে ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে তাদের ফলাফল আসলে জানা যাবে এদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না।
এদিকে গতকাল রবিবার সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের এক যুবকের শরীরে ধরা পড়ে করোনা। ভোর রাত ৪টার সময় তাকে ভর্তি করা হয় শামসুদ্দিন হাসপাতালে।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

কোরআন পরিপূর্ণভাবে না মানলে আল্লাহর শাস্তি অবধারিত : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
কোরআনভিত্তিক সমাজ ব্যব্যস্থা গড়তে হলে কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে নতুবা আল্লাহর শাস্তি অবধারিত বলে মন্তব্যRead More