সিলেটের চৌহাট্টায় ৫ তলা ভবনে আগুন
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় দৌলতপুর স্কয়ার নামে ৫ তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া।
তিনি জানান, বেলা ২টার খবর পেয়ে দ্রুত আমাদের তালতলা স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন শুধু ধোঁয়া বের হচ্ছে। আগুন আর ছড়াবে না।
সম্পূর্ণ কাজ শেষ করার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো। তবে প্রাথমিকভাবে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ভবনটির নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যের শো-রুম রয়েছে এবং চতুর্থ ও পঞ্চম তলায় ভবনের মালিক পরিবার নিয়ে বসবাস করছেন।
Related News
রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার দরিদ্র ব্যাক্তিকে ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করলো
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার— এর ২০২৪—২৫ সালের “হোম ফর হোমলেস” প্রজেক্টের অংশ হিসেবে একজনRead More
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার কাউন্সিল ইন ইউকে’র জিএসসি নারী ক্ষমতায়ন প্রকল্প ট্রেনিং সেন্টারের উদ্বোধন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারRead More