গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের আলোচনা ও ইফতার মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেছেন, রমজান মুসলমানদের জন্য রহমত, নাজাত ও মাগফিরাতের মাস। এই মাসেই পবিত্র কোরআনুল ক্বারীম নাজিল হয়েছে। রমজান মাসে একজন রোজাদার কিংবা অসহায় দরিদ্রের খাদ্যের যোগান দেয়া অনেক বেশি সওয়াবের। মো. গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম সমাজ ও মানবতার জন্য কল্যাণকর। এই কার্যক্রমে সকল বিত্তবান এবং চিত্তবান মানুষের এগিয়ে আসা দরকার।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র বুকে প্রশংসিত। এই সরকার সফলতার সাথে কোভিড এবং অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছে।
মাহে রামাদ্বান উপলক্ষ্যে মো. গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বুধবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় দারুল আবরার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিলে মো. গৌছুল আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন লিটন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন সালাই, সাধারন সম্পাদক বদরুল ইসলাম (বদরু), এলাকার বিশিষ্ট মুরব্বি সিরাজ আহমদ, রফিকুল ইসলাম, খুরশীদ আহমদ প্রমুখ।
নাবিল আল আলমের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন দারুল আবরার মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল গফুর।
উল্লেখ্য, মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রাস্টের পক্ষ থেকে নেয়া হয়েছে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম। তারই অংশ হিসেবে রোজাদারদের মধ্যে ০৪ রামাদ্বান থেকে ২০ রামাদ্বান পর্যন্ত চাহিদা মোতাবেক আর্থিক সহযোগিতা ও রামাদ্বান সামগ্রী বিতরণ, ২১ রামাদ্বান থেকে ৩০ রামাদ্বান পর্যন্ত সেহরী ও ইফতার প্রদান এবং ২৯ রামাদ্বান বিতরণ করা হবে ঈদ সামগ্রী।
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

