সিলেটে এডভোকেসী নেটওয়ার্ক ফোরামের ৩ দিনব্যাপী কর্শশালা শুরু

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী পুরুষের সমতা দূর করে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি মঙ্গলবার সকালে ইউরোপিয় ইউনিয়ন ও ক্রিস্টিয়ান এইড এর আর্থিক এবং কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সমাজে সুশাসন প্রতিষ্টিত হবে। এ জন্য আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সিলেটে এ প্রকল্প বাস্তবায়িত হলে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। শহরতলীর এফআইভিডিবি যেহীন আহমদ প্রশিক্ষণ হলে আয়াজিত কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের সিলেট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ শাহজাহান মিয়া। প্রকল্পের সদর উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক ফোরামের সহসভাপতি এম রহমান ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি মো. মতিউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স কনসালটেন্ট মোহাম্মদ মহসীন, ফোরামের সদস্য সিনিয়র শিক্ষক আব্দুর রহমান ও সহ সাধারণ সম্পাদক কামাল আলী গাজী। প্রথম দিনের প্রশিক্ষণ পরিদর্শন করে প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউরোপিও ইউনিয়নের প্রগ্রাম ম্যানেজার মিস তানজা নাদের ও মিস লায়লা জেসমিন বাণু। কর্মশালায় সিলেট সদর এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More