ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং-১২৩৭/১৪) এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান রোববার (১৩ মার্চ) রাত ৮টায় সাহেবের বাজারে অনুষ্ঠিত হয়েছে।
খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলীর সভাপতিত্বে ও ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইলিয়াছ আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম দুলাল, উপদেষ্টা ডাঃ জালাল আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, সহকারী নির্বাচন কমিশনার মো. ইমাম উদ্দিন, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরব আলী, সাহেবের বাজার প্রবাসী সমিতির প্রধান উপদেষ্টা মো. নুরুল ইসলাম, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সদস্য মো. আব্দুল মালিক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসাইন, জুনেদ আহমদ, আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সদস্য কছির উদ্দিন, আনোয়ার হোসেন, রিপন আহমদ, আতিউর রহমান, জুয়েফ আহমদ, সাহাবুদ্দীন ইনতাই প্রমুখ।
নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আশফাক আহমদ।
নব নির্বাচিত কমিটির শপথ নিলেন যারা তারা হলেন, সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, প্রচার সম্পাদক মো. কফিল উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. জাবের হোসেন সামন ও মো. আব্দুল মুতলিব।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More