গোয়াইনঘাটে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান শাহেদ আলী (৬২) নামের ওই কৃষক।
উপজেলার রাধানগরস্থ বড়বন্ধ গ্রামের বাসিন্দা শাহেদ মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ জানান, শাহেদ আহমদ প্রতিদিনের ন্যায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে গরু চরাতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এদিকে, খবর পেয়ে থানার এসআই আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রির্পোট তৈরী করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়িতে রয়েছে এবং বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More