পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর বার্ষিক উরুস মোবারক সম্পন্ন

সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর বার্ষিক উরুস মোবারক সম্পন্ন হয়েছে।
প্রতি বছরের ন্যায় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাদ আছর পবিত্র কোরআনের খতম শুরু, রাতে ওয়াজ মাহফিল ও শেষ রাতে হালকায়ে জিকির, ২৫ ফেব্রুয়ারি বাদ ফজর মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরণি বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর মাজারের খাদেম শাহ মখলিছুর রহমান, হাতিম চৌধুরী মাদ্রাসার শিক্ষক হাফেজ দিলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বী মকবুল আলী, আফরোজ চৌধুরী, লিলু মিয়া তালুকদার, মোঃ সিকন্দর আলী, মখন আলী, করম আলী, মস্তাব আলী, ওয়াব আলী, শাহ মল্লিক মিয়া, শাহ মারুফ, শাহ মুখতার, শাহ সুলেমান, ফকির শাহনুর, শাহ কবির আহমদ, সৈয়দ জামাল আহমদ, সৈয়দ জিলন, শাহ সুজন, শাহ সুমন প্রমূখ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন পশ্চিম দর্শা জামে মসজিদের মুয়াজ্জিন ইকবাল আহমদ।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More