৫ ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টিম ইয়াং ফাইটার্স
ইয়াং সুপারস্টার টিমকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অপ্রতিরোধ্য টিম ইয়াং ফাইটার্স।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সাহেবের বাজার পশ্চিমের মাঠে সেমি ফাইনালে বিজয় ছিনিয়ে আনে ইয়াং ফাইটার্স।
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ বিকেল ২টায় সাহেবের বাজার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়।
টস জিতে ইয়াং সুপার স্টার টিম নির্ধারিত ১২ ওভার শেষে ৮ উউকেট হারিয়ে ১১৭ রান করে।
জবাবে ব্যাটিং করতে নেমে ইয়াং ফাইটার্স টিম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।বিজয়ি দলের খেলোয়াড় আল আমিন ৩৭ বলে ৬১ রান, ইদ্রিছ আলী ৫ বলে ১১ রান ও তাজিম ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।ইয়াং ফাইটার্স দলের ক্যাপ্টেন এমরান আলী তালুকদার ১২ বলে ১৪ রান ও দুটি উইকেট লাভ করেন।
৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ৪ মার্চ (শুক্রবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে- ইয়াং ফাইটার্স ও ইয়াং ব্রাদার্স টিম ।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

