বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান প্রদান নয়, জ্ঞান সৃষ্টিরও জায়গা, শফিউল আলম চৌধুরী নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, গুনগত ও সময়োপযোগী উচ্চ শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীর ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবর্তিত পৃথিবীর উপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরন নয়,জ্ঞান সৃষ্টিরও জায়গা। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এতদঞ্চলের উচ্চ শিক্ষার বিস্তারে এ বিশ্ববিদ্যালয় অগ্রনী ভূমিকা রাখবে।
সিলেট ইন্টারন্যাল ইউনিভার্সিটি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি একথা বলেন।
১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শহীদউল্লাহ তালুকদার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাজীব আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য সাহিদা ইয়াছমিন চৌধুরী, ডেপুটি রেজিস্টার মো. মুশফিকুল আলম, ডেপুটি রেজিস্টার নুসরাত মাহমুদ, বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান নাঈমা মাসউদ নীলা,আমোরিকান কর্নারের ডাইরেক্টর মো. মোস্তফা কামাল, আাইন অনুষদের ডিন মাহমুদুল হাসান খাঁন, আইন বিভাগের প্রধান মো. হুমায়ূন কবির, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, ইসিই বিভাগের প্রধান একরামুুল ফারুক, বিবিএ সহকারী অধ্যাপক মো.মহসিন হোসাইন, সহকারী রেজিষ্টার সৈয়দ জয়নাল আবেদিন আজাদ, সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু প্রমূখ।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More