বঙ্গবীর ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, সাবেক মন্ত্রী, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮৪ সালের এই দিনে মারা যান তিনি। ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জের ওসমানী নগরের দয়ামীর। তিনি প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি। তবে বাকশাল গঠনের প্রতিবাদে ১৯৭৫ সালে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে জনতা পার্টি নামে আলাদা রাজনৈতিক দল গঠন করেন তিনি। ১৯৭৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ওসমানী।
দিবসটি উপলক্ষে মরহুমের পরিবার ও বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল এবং সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, নগরীতে হযরত শাহজালালের (রঃ) মাজার প্রাঙ্গণে ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত, পবিত্র ফাতিহা পাঠ, মোনাজাত, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, স্মরণসভা রয়েছে।
এদিকে,সিলেটের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ, সাবেক মন্ত্রী, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে হতে মাগরিব পর্যন্ত নাইওরপুলস্থ ওসমানী জাদুঘরে খতমে কোরআন এবং বাদ মাগরিব মিলাদ ও দোয়া আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে মরহুমের কবর জিয়ারত, বাদ আছর নাইওরপুল নূরমঞ্জিলস্থ ‘ওসমানী জাদুঘরে’ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভা ও পঙ্গুত্ববরণকারী এবং সুবিধা বঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ। কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।
Related News

বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্রজনতার পরিচয়ে মিশে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলনRead More

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদানRead More