খুলনার হয়ে একাই লড়লেন রাজা, ১২৯/৮
ব্যাট হাতে ব্যর্থ টপ অর্ডারের সবাই। শেষের দিকে লড়লেন শুধু সিকান্দার রাজা। তার ফিফটিতে মিনিস্টার গ্রুপ ঢাকার বিরুদ্ধে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে খুলনা। ১২ রানে চার উইকেট নেই। ৩২ রানে পড়ে পাঁচ উইকেট।
হার্ড হিটার ইয়াসির আলী গোল্ডেন ডাক আরাফাত সানির বলে। টপ অর্ডারের তিন ব্যাটার আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, জাকের আলী ছুতে পারেননি দুই অঙ্কের রান। অধিনায়ক মুশফিকও রোধ করতে পারেননি এই বিপর্যয়। ১২ বলে ১২ রান করে তিনি ফেরেন সাজঘরে। ১৮ বলে ১৭ রানে ফেরেন মেহেদী হাসান।
উইকেট যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে খেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৫০ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস মেরামতি ইনিংস। তার ইনিংস সাজানো পাঁচটি চার ও চারটি ছক্কায়।
পেরেরা ১০ বলে করেন ১২ রান। রুয়েল মিয়া ৯ বলে থাকেন ৮ রানে অপরাজিত। বল হাতে ঢাকার হয়ে আরাফাত সানি ও আজমতউল্লাহ দুটি, রুবেল হোসেন, ফারুকি, কায়েস নেন একটি করে উইকেট।
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More