ফেঞ্চুগঞ্জে সারকারখানা রেলগেইট হতে তজমুল আলী চত্বর সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

ফেঞ্চুগঞ্জে সার্কুলার রোড এসএফসিএল রেলগেইট হতে পালবাড়ি তজমুল আলী চত্বর পর্যন্ত আরসিসি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানার ভারী যান চলাচলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শাহজালাল সারকারখানা সিবিএ’র সভাপতি রাজু আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল শিহাব, শহীদুর রহমান রোমান, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাসার আহমদ শাহ, ফাহিম আহমদ, রেজান আহমদ শাহ প্রমুখ।
এর আগে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নিজামপুর-এনজিএফএফ সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। -বিজ্ঞপ্তি
Related News

জালালাবাদ রোটারি ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার (১লা জুলাই) থেকে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরRead More

স্কুল শিক্ষিকা রাখি দেবের ভাগ্যে টয়োটা কার, করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’ ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।Read More