Main Menu

পশ্চিমদর্শা সুরমা বয়েজ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নেরমাসুকগঞ্জ বাজার পশ্চিমদর্শা সুরমা বয়েজ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেদেনী মহল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মধ্যমবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ফাইনাল খেলায় মেদেনী মহল একাদশকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বদর্শা ফাইজা একাদশ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার আজম আলীর সভাপতিত্বে ও সুরমা বয়েজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আমিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ওয়াসিম, মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বশর, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, আব্দুল জাহির মেম্বার, মুরব্বী মকদ্দস আলী, আইয়ুব আলী, মোঃ জমির আলী পটল, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সভাপতি সাংবাদিক এম রহমান ফারুক, ফরিদ মিয়া, আব্দুন নূর, যুবলীগ নেতা মোঃ নিজাম উদ্দিন, সুরমা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সুলেমান খান, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মেহতাব, সুরমা বয়েজ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি জয়নাল, বাবুল মিয়া, ছমদ আলী, সহ সাধারণ সম্পাদক ছমির আহমদ, মঈন উদ্দিন, রিন্টু পাল, সুজন পাল, চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, অর্থ সম্পাদক তুরন আহমদ, রাসেদ আহমদ, রিপন আহমদ, ক্রীড়া সম্পাদক ফয়জুল হক, তাজ উদ্দিন, আপ্পু, জায়ফর, খুশিদ আহমদ প্রমূখ।

খেলার ধারা ভাষ্যে ছিলেন, জিয়াউল হক জিয়া, পরিচালনায় ছিলেন সৈয়দ ফয়েজ আহমদ, সালাউদ্দিন ও জায়েদ আহমদ।
খেলার প্রথম পুরস্কার ছিল একটি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ফ্রিজ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *