চট্টগ্রামের নেতৃত্বে মিরাজ, সিলেটের মোসাদ্দেক
শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। শেষ মুহূর্তে এসে দুটি দল তাদের অধিনায়কের নাম প্রকাশ করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনেরই বিপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা আছে।
এর আগে ২০১৯-২০ আসরে সিলেটের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট থান্ডারের নেতৃত্বে ছিলেন মোসাদ্দেক। ২০১৯ বিপিএলে রাজশাহী কিংসের অধিনায়ক ছিলেন মিরাজ।
চট্টগ্রামের নেতৃত্ব পেয়ে মিরাজ বলেন, ‘আমি চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করব। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে, যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’
অভিজ্ঞ ক্রিকেটারদের সমর্থন চেয়ে মিরাজ বলেন, ‘কর্তৃপক্ষ তরুণদের ওপর আস্থা রেখেছেন। আমি মনে করি আমাদের সকলের চ্যালেঞ্জ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় রয়েছেন, যারা অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমি তাদের সহযোগিতা চাচ্ছি। সকলে সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে।’
অন্যদিকে দলীয় একতার বিষয়টি উল্লেখ করে সিলেট অধিনায়ক মোসাদ্দেক বলেন, ‘এটা আমার দ্বিতীয়বার সিলেটের অধিনায়কত্ব করা। আপনারা সবাই আমাদের সমর্থন করবেন, যেন ভালো ফল আনতে পারি। আমাদের দলে রোমাঞ্চকর সব ক্রিকেটার আছে। সবশেষ কয়েকদিন আমরা খুব ভালো অনুশীলন সেশন করেছি। আমরা খুবই আশাবাদী।’
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More