১৭ তম সিলেট মোহামেডাম কাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
সিলেটের ১৭ তম মোহামেডাম কাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে পলিটেকনিক্যাল মাঠে সদর উপজেলা স্পোর্টস একাডেমি ও হরিপুর এফ এফ এ ফুটবল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে হরিপুর এফ এফ এ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও খেলার প্রবর্তক সুনামধন্য রেফারি আক্কাস উদ্দিন আক্কাই এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ রিহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জৈন্তা উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফতেহপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, রোটারিয়ান রাসেল মাহবুব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমান, সহ সভাপতি সাংবাদিক এম রহমান ফারুক, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক নাসির উদ্দিন মুবিন প্রমূখ।
খেলা পরিচালনা করেন আক্কাস উদ্দিন আক্কাই, শামীম আহমদ ও গিয়াস উদ্দিন। ধারা ভাষ্যে ছিলেন আব্দুল আহাদ, কামরান আহমদ ও এডমি আমিন উদ্দিন।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

