সিলেট সদর উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলা যুবদলের বর্ধিত সভা সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টুকেরবাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুনিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, সাহেদ আহমদ চমন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দের মধ্যে সালেক আহমদ খালেদ, কামাল আহমদ, মঈন আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, মোঃ জামাল আহমদ, আব্দুস সালাম, এনামুল হক সিপন, আলীউর রহমান, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, নুরুল আলম, সদস্যবৃন্দ ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঙ্গুর আহমদ, শামসুউদ্দিন, রফিক দেওয়ান, জয়নুউদ্দিন, জাকির আহমদ, সেবুল আহমদ, মুজাহিদুল ইসলাম, আক্তার হোসেন, রাসেল আহমদ, রিয়াজ আহমদ, বাবুল মিয়া, বাবুল হুসেন, আব্দুল মন্নান মুনা, আতাউর রহমান, রাজু আহমদ, ছাদিক আহমদ, মুফিদ আহমদ, ফয়জুল ইসলাম, আজির উদ্দিন, সালাম, ইমরান, আমিনুর রহমান আমিন, আবুল কাহার, তাহির উদ্দিন, সুহেল আহমদ, ছইদ নুর, জহির উদ্দিন, হেলাল আহমদ, ছয়ফুল আলম প্রমূখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জ্বেলে রেখে আওয়ামী লীগ সরকার নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে। শুধু তাই নয় অসুস্থ এই নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পর্যন্ত যেতে দিচ্ছেনা। সুতরাং বেগম খালেদা জিয়াকে স্থায়ী ভাবে মুক্তি দিতে হবে। নইলে সরকারকে বিশ্বের দরবারে জবাব দিতে হবে।
সভা শেষে আগামী ১২ জানুয়ারি টুকেরবাজারে জেলা বিএনপির মহাসমাবেশ সফলতা কামনা করে প্রচার মিছিল বেরকরা হয়।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More