প্রেমানন্দ বদলি, সিলেটের নয়া সিভিল সার্জন ডা: শাহরিয়ার
প্রায় ২৭ মাস পর সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডলকে বদলি করা হয়েছে। তার স্থলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারকে সিলেটের নয়া সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর সিলেটের সিভিল সার্জন হিসেবে ডা. প্রেমানন্দ মন্ডল দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারি দেখা দেয়। তখন থেকে সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন ডা: প্রেমানন্দ।
মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেয়া হয়।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের আরও ২২ জেলায়ও নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার।
সুনামগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকাস্থ মহাখালীর সহকারী পরিচালক (ওএসডি) ও হবিগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক ঢাকার তেজগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ইএনটি’র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More