প্রেমানন্দ বদলি, সিলেটের নয়া সিভিল সার্জন ডা: শাহরিয়ার

প্রায় ২৭ মাস পর সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডলকে বদলি করা হয়েছে। তার স্থলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারকে সিলেটের নয়া সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর সিলেটের সিভিল সার্জন হিসেবে ডা. প্রেমানন্দ মন্ডল দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারি দেখা দেয়। তখন থেকে সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন ডা: প্রেমানন্দ।
মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেয়া হয়।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের আরও ২২ জেলায়ও নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার।
সুনামগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকাস্থ মহাখালীর সহকারী পরিচালক (ওএসডি) ও হবিগঞ্জে নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক ঢাকার তেজগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ইএনটি’র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More