রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের ২০২২-২৩ রোটাবর্ষের কমিটি গঠন: প্রেসিডেন্ট মওদুদ সেক্রেটারি নূরুল
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ২০২২-২০২৩ রোটাবর্ষের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আমিরুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে রোটারিয়ান মওদুদ আহমদ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হোসেন রনি, ইলেক্ট প্রেসিডেন্ট (নমিনী) রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান চৌধুরী এবং সেক্রেটারি রোটারিয়ান নূরুল ইসলাম রুপন, ট্রেজারার হিসেবে রোটারিয়ান সালেহ আহমদের নাম প্রস্তাব করা হয়।
সভায় ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম ও পি পি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না,পি পি রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু’র নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের মধ্যদিয়ে সবার সর্বসম্মতি ক্রমে ২০২২-২০২৩ কমিটি গঠন করা হয়। সভায় ক্লাবের অন্যান্য রোটারিয়ান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

