এসএমসিসিআই’র পাঁচ দিনব্যাপি ‘শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ’র কোর্স সম্পন্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র উদ্যোগে ৫দিন ব্যাপি ‘শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিসিক জেলা কার্যালয় সিলেটের আয়োজনে এসএমসিসিআই’র কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কোর্সের সমাপণী করা হয়।
সমাপণী দিনে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্টানে অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এসএমসিসিআই এর প্রাক্তণ সভাপতি হাসিন আহমদ, পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, বিসিক জেলা কার্যালয় সিলেট এর উপ-মহাব্যবস্থাপক (ভাঃ), মো. সুহেল হাওলাদার, সম্প্রসারণ কর্মকর্তা, মো. রাসেল ভূঞা, শিল্পনগরী কর্মকর্তা, মো. তোফাজ্জল হোসেন।
সিলেটের উদিয়মান উদ্যোগতা হিসাবে মোয়াম্মীর হোসেন চৌধুরী, কে, এ কিবরিয়া চৌধুরী, এস, এম মাসুদুর রহমান, মো. আশরাফুল আম্বিয়া শাকিল, তানজির হাসান, শ্বাশত সিনহা শান্ত, নাজীব বিন মনসুর খাঁন, মাহদী হোসেন, ইসতিয়াক মাহমুদ, ইসরাত জাহান জান্নাত, হামিমা আহমেন সামিয়া, তানজিদ চৌধুরী, মেহরাব আহমদ চৌধুরী, শাহরিয়ার আরমান শাফী, চৌধুরী তালাল ইবনে অহিদ, শাফি মোহাম্মদ জাওয়াদ, বিভুপদ দেব, রিয়াজ মোর্শেদ সুহৃদ, মো. আশরাফুল আম্বিয়া শাকিল, দেলোয়ার হোসেন, মো. ফুজায়েল আহমদ কামালী, মো. তোফাজ্জুল হক, জয় রায়, বাঁদন দাশ, সৌরভ পুরকায়স্থসহ প্রায় ২৫জন তরুণ শিল্প উদ্যোগতা প্রশক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
সনদপত্র বিতরণ শেষে এসএমসিসিআই এর প্রাক্তণ সভাপতি হাসিন আহমদ বলেন, বাংলাদেশ এখন শিল্প বিল্পবের দিকে আগাইয়া যাচ্ছে। আগামীর শিল্প বিল্পবের নের্তৃত্ব দিবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মিলেনিয়াম গোল বাস্তবায়ণ করতে তরুণ ও উদ্যোগতা ব্যবসায়ীদের আগাইয়া আসতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নাই।
তিনি ৫ দিন ব্যাপী এই ‘শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্স এর আয়োজন করার জন্য বিসিক জেলা কার্যালয় সিলেটকে ধন্যবাদ জানান।
বিসিক জেলা কার্যালয় সিলেট এর ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো: সুহেল হাওলাদার শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে সহযোগীতা করার জন্য এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More