টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আম্পায়ার থাকছেন যে ৫জন

সব ম্যাচ শেষে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি রইল শুধু ফাইনাল। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর।
আইসিসি আজ (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ফাইনালে কারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, তাদের নাম জানিয়েছে। যেখানে ম্যাচ রেফারি ছাড়া বাকি চারজনই হচ্ছেন দুই সেমিফাইনালের দায়িত্ব পালন করা আম্পায়ার।
ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাধুগালে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মারাইস এরাসমাস এবং রিচার্ড কেটেলবোরো। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন নিতিন মেনন ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা।
Related News

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More

টাইগারদের বোলিং দাপটে ২৪৪ রানেই শেষ শ্রীলঙ্কা
শুরুর ধাক্কা সামলে মধ্যমানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৪৯.২ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়Read More