অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিয়ে আবার নিজাম উদ্দিনকে নির্বাচিত করুন, আশফাক আহমদ

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছে, কান্দিগাঁও ইউনিয়নে এ সরকারের আমলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নিজাম উদ্দিনের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার আওয়ামী লীগের তৃণমূলে উন্নয়নের জন্য ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিয়ে আবার নিজামকে নির্বাচিত করুন।
সোমবার (১ নভেম্বর) রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাওলানা শোয়েবুর রহমানের বাড়ীতে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ চৌধুরীর সভাপতিত্বে, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি ড. আহমদ আল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আফসার আজিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তফা উল্লাহ, জেলা যুবলীগ নেতা ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, জয়নাল আবেদীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম আলী পংকি, শওকত আলী, সামছুল হক, লিটন পাল, জমির আলী পটল, মুক্তার হোসেন, হানিফ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খলিল আহমদ, খসরুজ্জামান, প্রনয় পাল,আব্দুল হক, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিন আহমদ, উপজেলা যুবলীগ নেতা যুবায়ের তালুকদার, জাহাঙ্গীর হোসেন মেহতাব, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, দিলওয়ার হোসেন, আফজাল আহমদ, আশিক আহমদ, আব্দুল কাইয়ূম, সালাউদ্দিন লিটন, লায়েক আহমদ, শাহ মারুফ প্রমূখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শোয়েবুর রহমান।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More