দেশসেরা কালচারাল অফিসার হিসেবে পুরস্কৃত হলেন অসিত বরণ দাশ গুপ্ত

২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৩.৫ নম্বর পেয়ে দেশসেরা কালচারাল অফিসার হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আজ (০৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, পরিচালক (প্রযোজনা) সোহাইলা আফসানা ইকো, পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রেজাউল হাশেম প্রমুখ। দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের হাতে।
মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
Related News

মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতের মাগফেরাত কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল
রাজধানীর ঢাকার উত্তরা এালাকায় মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদেরRead More

সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ: পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব, মোহাম্মদ শের মাহবুব মুরাদ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিRead More