Main Menu

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। এতদিন কিউদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের কোনো স্মৃতি ছিল না। এবার ইতিহাস রচনা করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মাহামুদউল্লাহর দল।

বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

৯৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারে লিটন দাস ও মোহাম্মদ নাঈম চার রান তোলেন। তৃতীয় ওভারে লিটন মিডউইকেট দিয়ে চার মারেন কোল ম্যাককনচিকে। পরের বলেই উইকেটের পতন। লিটন ৬ রান করে ফিন অ্যালেনের ক্যাচ হন। ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন কিউই ফিল্ডার।

লিটন আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। মাত্র ৮ রান করে এজাজ প্যাটেলের বলে আউট হন তিনি। সাকিব আউট হওয়ার পর একই ওভারে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।

মুশফিক শূন্য রানে আউটের পর ক্রিজে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। থিতু হওয়া মোহাম্মদ নাঈমকে নিয়ে প্রতিরোধ গড়েন। তবে দলীয় ৬৭ রানে দ্রুত রান তুলতে গিয়ে রান আউটে কাঁটা পরে সাজঘরে ফিরে যায় নাঈম। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৯ রান। শেষ দিকে আফিফকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *