গোলাপগঞ্জের হাতালী খেলার মাঠ ও হাওরের ভূমি ডিসি’র খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাতালী খেলার মাঠ ও হাওরের শত একর সরকারি ভূমি পূর্বাবস্থায় জেলা প্রশাসকের খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ‘বাঁচাও হাতালী ও হাতালী মাঠ সংরক্ষণ কমিটি, বাঘা’। ২৮ আগস্ট শনিবার দুপুরে হাতালি খেলার মাঠের পাশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরনো রেকর্ড অনুযায়ী জেলা প্রশাসকের নামের নামাধীন হাতালী খেলার মাঠ ব্যক্তি নামে নামান্তর করে ও হাওরের শত একর সরকারি জায়গা কথিত শিল্পপতি গোলাম রব্বানী চৌধুরী সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অগোচরে ব্যক্তি নামে নিয়ে যান, যা অত্যন্ত নিন্দনীয় ও বেআইনি কর্মকান্ড। বক্তারা চলমান জরিপে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের জেএল নম্বর ৩-এর সরকারি জমি আত্মসাতের ঘটনায় বিভাগীয় তদন্ত ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
“বাঁচাও হাতালী ও হাতালী মাঠ সংরক্ষণ কমিটির আহব্বায়ক হুমায়ুন ইসলাম কামালের সভাপতিতে ও কমিটির সমন্বয়ক আব্দুল আলীম শাহ এবং সাবেক ছাত্রনেতা জাফর ইকবালের যৌথ পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তুতা মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান মুজিব, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী আতাউর রহমান, ফয়জুর রহমান মাষ্টার, আফতাব আলী, জুবের আহমদ, হাজী পিরন মিয়া, ইসলাম উদ্দিন, ফলিক উদ্দিন, আব্দুল জলিল, নুনু মিয়া গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাঘা ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খসরুজ্জামান খসরু, গোলাপগঞ্জ কৃষক দলের আহব্বায়ক ফারুক আল মাহমুদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাঘা ইউনিয়ন কৃষক দলের সদস্য জিল্লুর রহমান খান, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য সচিব হাফিজ শাহ আদনান, বাঘা কৃষি বহুমূখী সমিতির সভাপতি রুহুল হাসান রুহেল, জালালাবাদ তরুণ সংঘের সভাপতি শাহীন আল মামুন, শাকিল আহমদ , বাঘা ইউনিয়ন ক্রিকেট ক্লাবের সভাপতি জাহেদ আহমদ, সাবেক মেম্বার সোলেমান আহমদ, মুনলাই ক্লাবের দপ্তর সম্পাদক হোসেন আহমদ, আল ইসলাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মিজান আহমদ, আজমল মিয়া জনকল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা আমির উদ্দিন জালালী, আল কবির এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, আবু সাঈদ অভি, জাকির আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সায়েম, শিব্বির আহমদ, জিয়া উদ্দিন দিলার প্রমূখ্।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ শাহী আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৬ সালের ভূমি রেকর্ড অনুযায়ী সিলেট জেলা প্রশাসকের নামাধিন ৭.৬৪ একর ভূমির হাতালী খেলার মাঠ চলমান জরিপের ৩১ ধারা শেষ হওয়ার পর ‘গোলাম মোস্তফা চৌধুরী খেলার মাঠ’ মন্তব্য কলামে সংযুক্ত করা হয়। বক্তারা আরো বলেন, ঐতিহ্যবাহি হাতালী মাঠের নাম কোন ব্যক্তির নামে হতে পারে না। তারা বাঘা হাওরের শত একর সরকারি ভূমি আত্মসাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খেলার মাঠ ও হাওরের ভূমি ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন, অন্যথায় এলাকাবাসী আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। র
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More