মরহুম ইব্রাহীম ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ: বীর মুক্তিযোদ্ধা মাসুক
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মরহুম ইব্রাহীম ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাণ দিয়ে গেছেন। ২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের সময় সিলেটের গুলশান সেন্টারে মহানগর আওয়ামীলীগের সভা চলাকালীন সময়ে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন প্রচার সম্পাদক মো. ইব্রাহিম। মরহুম ইব্রাহিম আজীবন আওয়ামীলীগের নেতাকর্মীর মাঝে বেঁচে থাকবেন।
তিনি শনিবার (৭ আগস্ট) দুপুরে মরহুম মো. ইব্রাহিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইব্রাহিম স্মৃতি সংসদ আয়োজিত নগরীর সোবহানীঘাটস্থ কার্যালয়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইব্রাহিম স্মৃতি সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জুবের খান, মহানগর আওয়ামীলীগ নেতা মো. আব্দুল আজিম, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, আল মামুন বাবু, মুরাদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিনহাজ ইসলাম সৌরভ, এফ. এ ফয়েজ, বিজয় দেব, তোফায়েল হোসেন উজ্জল, তাহসীন মাহি, ফেরদৌস আহমদ, মোঃ লাবু আহমদ, নাজিম আহমেদ, এম এ শাহিন তালুকদার, সাইফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

