Main Menu

জালালপুরে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়খাইল গ্রামে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সফিকুল হক চৌধুরী (সুফি মিয়া) চেয়ারম্যান বাড়িতে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল।

এসময় ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ময়নুল হক চৌধুরী হেলালের দাদা আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের মাধ্যমে এটিই ছিল তাদের প্রথম উদ্যোগ। পরিবারের সদস্য লুৎফুল হক চৌধুরী মানিক, সিরাজুল হক চৌধুরী, নেছারুল হক চৌধুরী বুস্তান, হেলাল চৌধুরী,
দুলাল হক সহ সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ফাউন্ডেশনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সুরুজ আলী চৌধুরীর নাতি শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তান, স্কটল্যান্ড প্রবাসী নজরুল হক চৌধুরী কামাল, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলেমান হোসেন, নুরুল হক চৌধুরী জয়নাল, ফয়জুল হক শিকদার, বাবুল শিকদার, যুক্তরাজ্য প্রবাসী রেজওয়ান আহমদ,
সাইফুর রহমান চৌধুরী মলাই, মুছলেহ উদ্দিন, দলিল উদ্দিন, ওলিউর রহমান চৌধুরী, সলমান আহমদ চৌধুরী পারভেজ, সমুজ আলী, লিয়াকত আলী, সুনা, আছকর আলী, সলিম উদ্দিন, ইলিম আহমদ, আবিদ হোসেন, আব্দুর নুর, খালেদুর রহমান চৌধুরী, হুমায়ুন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *