Main Menu

Saturday, January 3rd, 2026

 

রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩১ তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩৩১ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটের করিম উল্লাহ মার্কেটে হটফুড রেষ্টরেন্ট এ অনুষ্টিত হয়। ‎ ‎ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভাটি অত‍্যন্ত সুন্দর ও সৌহার্দপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। সবাই খুবই আন্তরিকতার সহিত ফেলোশীপ করেছেন। ‎সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জানুয়ারি শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গরীব অসহায় মানুষের মাজে শীতবস্ত্র বিতরণ করা হবে। ‎সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী মোঃ ওলিউর রহমান, ট্রেজারার এম এইচ আর রুমেল চৌধুরী, আই পিপি নুরুল ইসলাম রুপন, চার্টার্ড প্রেসিডেন্ট পিপি আব্দুস সালাম, পিপি রাহিম ইসলামRead More