Main Menu

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ী বাজার খেলার মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবি ডা. খলিলুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট এর সমন্বয়কারী, এডভোকেট সত্যজিৎ কুমার দাস, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জামায়াত নেতা ফয়জুল হক, সিটি আদর্শ ফাউন্ডেশন ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। তরুণ সমাজসেবক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, আশার আলোর প্রতিষ্ঠাতা ও ইয়ুথ এক্টিভিস্ট মাহফুজ আলম।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হাজি মোস্তফা মিয়া, সিলেট স্যোশাল ওয়ার্কার্সের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক নাদেল আহমদ, ফাউন্ডেশনের সদস্য বাপ্পি আহমেদ, শাহরিয়ার রহমান শিশির, মিজানুর রহমান ছামি, ফজলে রাব্বি, হুসাইন আহমদ, সদস্য নিয়াজ আরাভ, রুমকি আক্তার, তানিসা আক্তার, আনিকা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র ৫০ টি কম্বল ও ৫০ টি চাদর বিতরণ করেন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বশির উল আমিন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *