সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে’
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয় বুধবার বিকালে। সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ আয়োজিত অনুষ্ঠানে সূধী, জনপ্রতিনিধি ও সাংবাদকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্টানে বক্তারা বলেন, ৫২ এর ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে দৈনিক ইত্তেফাকের ভূমিকা অনন্য ইতিহাস। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজ স্বীকৃত। মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে। বক্তরা বলেন, দৈনিক ইত্তেফাক তেয়াত্তর বছর পদার্পন করেছে অনেক চাড়াই-উতরাইয়ের পর। তারা বলেন, ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে। আগামীতে এই ধারা অক্ষুন্ন থাকবে বলেই আশা করি। তারা বলেন, ইত্তেফাকের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। মানুষ চায় ইত্তেফাক দেশেকে পথ দেখাবে সর্বকালে।
দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে ও আহসান হাবিবের পারিচালনানয় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ভিসি প্রফেসার ড.আলিমুল ইসলাম, প্রিন্সিপাল কর্নেল ( অব.) আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, প্রেসক্লাব সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা কবি সালেহ আমহদ খসরু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিআরও সালাউদ্দিন খসরু, জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, সাংবাদিকদের মধ্যে আবদুর রজ্জাক, কামকামুর রজাজাক রুনু, আমজাজাদ হোসেইন, এমএ মতিন, আবদুল কাদির তাপাদার, কবির আহমদ সোহেল, সেলিম আওয়াল, আবদুল হান্নান, কামাল উদ্দিন, ফারুক আহমদ(১) সিন্টু রঞ্জন দাস, মুহিবুর রহমান, ইউনুস চৌধুরী, কবির আহমদ, শেখ আশরাফুল আলম নাসির, আবদুল মজিদ, দেলওয়ার হোসেন জিলন, মারুফ হাসান, শফিক আহমদ শফি, আমিরুল ইসলাম চৌধূরী এহিয়া, এম রহমান ফারুক আহমদ, শাহ মোহাম্মদ কয়েস, ইত্তেফাক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো.বুরহান উদ্দিন,আবদুল হাই, আলম সাব্বির, আলী হোসেন, নাজমুল ইসলাম, জামিউল ইসলাম, শাহীন আলম, মামুন মুন্সি,আশরাফুল ইসলাম এমরান, নাজাত পুরকায়াস্থ, ফটো সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও আবদুল হাকিম চৌধুরী, জামায়াত নেতা মাওরানা হাবিবুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন খান।
Related News
সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে’
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয়Read More
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মত বিনিময় সভা
ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিমRead More

