বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান নেই, মালেক মেম্বার
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার বলেছেন, বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান নেই।
সম্প্রতি এডভোকেট শামসুজ্জামান জামান এর বিএনপিতে সক্রিয় হওয়ার আনন্দে সিলেট নগরীর টুকেরবাজার থেকে আনন্দ মিছিল বের করেন আব্দুল মালেক মেম্বার। তার এই মিছিল নিয়ে অনেকেই নানা ভাবে গবেষণা করছেন বলে তিনি নিজ ফেইসবুক আইডিতে রোব্বার বিকেলে পোস্ট করেন। সে খানে তিনি লিখেন যারা এই বিষয় নিয়ে গুঞ্জন করছেন তাদের যেনে রাখা দরকার, এই বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান মিলিয়ে দেখান। যিনি বিএনপির জন্য, খালেদা জিয়া ও জিয়া পরিবারে জন্য ৭৬ টি মামলার আসামি হয়েছিলেন। এখনও ২০/ ২৫ টি মামলা তার উপর রয়েছে। বিগত ২০২৪ সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ হঠাতে জুলাই বিপ্লব ছাত্র- জনতার আন্দোলনের সাথে একাত্ততা ঘোষণা করে মাঠে নামেন এবং পুলিশের গুলিতে আহত হোন।
এডভোকেট শামসুজ্জামান জামান সিলেট বিএনপিকে দুর্দিনের দুঃসময়ে চাঙ্গা করে রেখেছিলেন। জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার পর এডভোকেট শামসুজ্জামান জামান মাঠে সক্রিয় ভাবে সহযোদ্ধাদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ছিলেন। সুতরাং এডভোকেট শামসুজ্জামান জামান বিএনপিতে আগে যেভাবে সক্রিয় ছিলেন এখনো তিনি সেই রকম সক্রিয় রয়েছেন। এউ দলের জন্য তার অনেক ভালোবাসা আজও আছে। আমরা আশাবাদী তিনি মাঠে আন্দোলন সংগ্রামের আগের মত ডাক দিলে, আমরা তার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বো।
পরিশেষে দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা এখনো আশাবাদী বিএনপি সিলেট ৪ আসনের (জৈন্তা, গোয়াইনঘাট- ও কোম্পানীগঞ্জে) এডভোকেট শামসুজ্জামান জামানকে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করবে। আর তাকে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করলে সিলেট ৪ আসনের সর্বস্তরের জনগণ তাকে মেনে নিবে এবং সিলেট ৪ আসন বিএনপিকে তিনি উপহার দিতে পারবেন। বিষয়টি এখনো বিবেচনায় নিলে বিএনপির (ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
Related News
বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান নেই, মালেক মেম্বার
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার বলেছেন, বৃহত্তর সিলেটে আরেকRead More
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আওতাধীন জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।Read More

