Main Menu

সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করা হয়েছিল। জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের নির্দেশে শনিবার (৮ নভেম্বর) পরিচালিত অভিযানে প্রায় ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা কবরস্থানের জমি উদ্ধার করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা ছয়টা পর্যন্ত অব্যাহত থাকে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

পুরো অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও এয়ারপোর্ট থানা পুলিশ উপজেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম কবরস্থানের চারপাশে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা প্রদান করেন যেন ভবিষ্যতে পুনরায় কোনো অবৈধ দখলের ঘটনা না ঘটে।

অভিযান চলাকালে সাহেবেরবাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধেরও নিষ্পত্তি করা হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়নের অংশ হিসেবে সাহেবেরবাজার এলাকায় ড্রেন নির্মাণ, প্রবেশপথ উন্নয়ন, সিসি ক্যামেরা স্থাপন এবং তোহা বাজারে নতুন শেড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *