Main Menu

কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব ‎

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আকতার জাহান।
‎এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (অডিট) মোঃ শামসুল হক, ডিডিএলজি সুবর্ণা সরকার এবং সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়া।
‎অতিথিবৃন্দ গ্রাম আদালতের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে বিচার কার্যক্রম সম্পন্ন হয়।
‎অতিথিবৃন্দ বিচারিক কার্যক্রমের প্রশংসা করেন।
‎অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
‎এ সময় ইউনিয়ন পরিষদের বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *