ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন
ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিক প্রদান করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ২ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিক প্রদান করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর লিয়াজো কমিটির আহবায়ক শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর লিয়াজো কমিটির সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন ও দি এইডেড স্কুলের সিনিয়র শিক্ষক মো. মঅজির উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম ইসরাইল আহমদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, সমিতির সাবেক সভাপতি মামুন আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতি মহানগরের আহবায়ক মো. খসরুজ্জামান তাপাদর, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মুনিম, জেলা কমিটির সাবেক সদস্য সচিব মো. শমসের আলী, আল আমিন জামেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, এয়ারপোর্টে হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ চৌধুরী, মহানগর কমিটির সাবেক সদস্য সচিব ফয়সল আহমদ ও মো. জিয়াউর রহমান, মিরাবাজার মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক পিয়ারা বেগম, রসময় মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীমরঞ্জন তালুকদার, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাসিত, দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মারজানুল ইসলাম খান, জৈন্তাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলী শাহীন, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ কুতুবুল আলম, ব্লু- বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহবুব হোসেন, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শীতেশ তালুকদার, শাহজালাল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মনজলাল শর্মা, পশ্চিম সদর স্কুল এণ্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো.হুসাইন আহমদ শাহ, আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজের সহকারি (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আবুল কালাম প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমা মেডিসিন ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরী প্রতিবাদ সভা
ফার্মেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি মূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভাRead More
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারRead More

