Main Menu

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী

সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠান ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানবকে মিলন মেলায় ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। সকলের মধ্যে সম্প্রীতির বোধ জাগ্রত করে, এই পূজানুষ্ঠান ধর্মীয় হলেও এর সাংস্কৃতিক গুরত্ব ধর্মীয় অপরিসীম। শারদ আয়োজন এই বাংলার সকলের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করে। এই সম্প্রীতির চেতনা আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় অঙ্গীকার।
তিনি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর সুরমা নদীর চাঁদনী ঘাটে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর আয়োজিত সুবোধ মঞ্চে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক সরোওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
পূজা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুব্রত দেব, কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, অর্জুন ঘোষ, রনি পাল, মনমোহন দেবনাথ, এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত রিতু, বিরেশ দেবনাথ, শৈলেন কর, অরবিন্দু দাস, রাজকুমার পাল রাজু, নন্দন চন্দ্র পাল, সুদীপ জ্যোতি এষ, রকি দেব, ডিজি রুমু, কৃষ্ণ ঘোষ, স্বপন কুমার দাস, অরুন কুমার বিশ্বাস, দিপন আচার্য্য, নিরঞ্জন চন্দ্র চন্দ, দেবল চৌধুরী, বিশ্বজিত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *