সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের সুযোগ দেয়ার দাবি
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রাখার বিষয়টি আমরা জানতে পেরেছি। এই পরিপত্রকে বৈষম্যমূলক আখ্যায়িত করে বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে বিপুল সংখ্যক কোমলমতি শিশুকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রাখা জাতীয় শিক্ষানীতির পরিপন্থী। বৈষম্যের মাধ্যমে এই অধিকার থেকে কোমলমতি শিশুদের বঞ্চিত করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মো. মুহিব উল্লাহ জানান, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, বৃত্তি কেবল আর্থিক অনুদান নয় বরং শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর যে মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে গত ১৭ জুলাইর পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার দেয়ার দাবি জানানো হয়। আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং মার্চ ফর ঢাকাসহ কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেয়া হয়। এই দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সিলেট জেলা নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহবায়ক মো. সহিদুর রহমান, যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল, সদস্য মো. বদরুল আলম, মো. কপির উদ্দিন, শফিকুল ইসলাম, হাফিজ সুলতান, মো. দুদু মিয়া, এম. এ সালাম, শাহজালাল, এস এম আল আমিন, শাহানুর রহমান চৌধুরী, শাহ্ মো. শামছুল ইসলাম, মো. নূরুল ইসলাম (সবুজ), মো. লোকমান আহমদ, পংকজ কুমার দাস, আর্জিত চৌধুরী, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, মো. মিফতাহুল আলম, পিংকু চক্রবর্তী, জাকিয়া আক্তার, সৈয়দ নাসির উদ্দিন, অমিতাভ গোস্বাসী নিলয়, তাপস কান্তি তালুকদার, মো. শাহনাজুল ইসলামর শিকদার, শাহাব উদ্দিন শিহাব, মো. একরাম হোসেন প্রমুখ
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

