ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলী বলেছেন ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ। ডা,বীরেন্দ্র দেব আজীবন বৈষম্যহীন সমাজ বিনির্মানে ও আরোগ্য সহায়ক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গেছেন।
শুক্রবার (২৫ জুলাই ) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেল বাহোপ সিলেটের উদ্যোগে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজ সেবক,রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ(বাহোপ) সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা,বীরেন্দ্র চন্দ্র দেবের স্মরণে পরিষদের সিলেট এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ.এ.এম শিহাব উদ্দিনের সভাপতিতে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা ছাদিক আহমদ, কমিউনিস্ট পার্টি সিপিবি সিলেটের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, মেট্রোপলিটন ল কলেজর অধ্যক্ষ এম শহীদুল ইসলাম এডভোকেট। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের পুত্র ডা,বিপ্লব দেব। প্রয়াতের দুই মেয়ে ডা,বিউটি দেব,ডা,প্রকৃতি রানী দেব,পুত্র বধূ ডা,সুচন্দা দেব পারিবারিক স্মৃতি চারণ করেন।
বক্তব্য রাখেন বাহোপ সিলেটের সাধারণ সম্পাদক ডা,আবুল হাসান চৌধুর,সাংগঠনিক সম্পাদক ডা এম,কে খান,ডা,আবদুল মালেক, ডা,মালা রানী দে,ডা,দিলীপ কুমার দাস,ডা,গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডা,কাজী রিয়াজ উদ্দিন, লেখক ও কবি বাছিত ইবনে হাবিব, লোকসাহিত্য সংগ্রাহক, গ্রন্থ প্রণেতা আবু সালেহ আহমদ, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান, দিলীপ কুমার রায়,ডা আবুল হোসেন, ডা,কৃষ্ণ দাস রায় ডা,জলি চৌধুরী ডা,সুনীল চন্দ্র দাস, ডা,রাকেশ চন্দ্র দাস, ডা,চঞ্চল দাস।
প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাহোপ সিলেটের সদস্যবৃন্দ ও তাঁর ৫০ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা ও বিশিষ্ট সংগঠক হিসেবে স্বীকৃতি স্বরূপ মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং ছাতক উপজেলা শাখার পক্ষ থেকেও ক্রেষ্ট প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বাহোপ সিলেটের সহ সভাপতি ডা শরীফ শাহরিয়ার চৌধুরী ।
Related News

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর একটিRead More