আবারও এম এ মালিকের আমন্ত্রনে সিলেটে আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আবারও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রনে সিলেটে আসছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দক্ষিণ সুরমার ময়ুর কুঞ্জ কমিউনিটি সেন্টারে দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর উদ্দ্যোগে দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। আলোচনা সভায় স্থানীয় নেতাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব:) আব্দুল হকসহ বিএনপির কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
Related News

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী, সমাবেশ, বৃক্ষরোপন ও ডাস্টবিন স্থাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে সিলেট জেলাRead More

খাদিমপাড়ায় কর্মী সভায় খন্দকার মুক্তাদির: বিএনপির আগামী দিনের রাষ্ট্রপরিচালনার পরিকল্পনা সবার কাছে পৌছে দিতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরRead More