Main Menu

ভিয়েতনামে ঝড় উইফার প্রভাবে ৩ জনের মৃত্যু

ভিয়েতনামে গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফার প্রভাবে মুষলধারে বৃষ্টিপাতের ফলে তিন জনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় প্রায় ৪ হাজার বাড়ি প্লাবিত হয়েছে।

মঙ্গলবার ঝড়টি আঘাত হানার আগে প্রায় ১২ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি প্রবল বাতাস বইতে শুরু করে।

ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে যে এনঘে আন প্রদেশের মধ্যাঞ্চালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিনজন নিহত, একজন নিখোঁজ এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, দেশব্যাপী ৩ হাজার ৮শ’ টিরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে। যার মধ্যে অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে গেছে। এছাড়া, প্রায় ৯৫ হাজার হেক্টর ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পাহাড়ি এনঘে আন প্রদেশ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের নদী ও জলাধারগুলো উপচে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর প্লাবিত হয়।

গত সপ্তাহে, উইফার আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ছয় জনের মৃত্যু ঘটেছে। সেখানে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং রাজধানী ম্যানিলার কিছু অংশও প্লাবিত হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *