পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম ও শরিফুল ইসলাম।
একটি পরিবর্তন হয়েছে পাকিস্তান একাদশে। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দানিয়ালের।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান, মোহাম্মদ নাইম, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More