ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল। সাধারণ মানুষের কাছ থেকে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এসবের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে নিরব করে রেখেছিল। এখন আর সেই সুযোগ নেই। যেখানেই অন্যায় সেখানেই আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়নের হলে সব সমস্যার সমাধান হবে। ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে।
সোমবার (৭ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজারখলা এলাকায় শ্রমজীবী মানুষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমজীবী নেতা বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমেদ নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহির আলী মাখন, আফজাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সয়েব আহমেদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, আক্তার রশিদ চৌধুরী, আবুল কালাম, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর বিএনপির সহ অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুসাহিদ আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, দক্ষিণ খোজার খলা জামে মসজিদের মতোয়াল্লি ও ২৫নং ওয়ার্ড বিএনপির সদস্য বদরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নসিবুর রহমান বেলাল, মারুফ আহমেদ, জাবেদুল ইসলাম দিদার, জব্বার আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহরাজ হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজনু আহমদ, যুগ্ন আহবায়ক লায়েক আহমদ, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ও দক্ষিণ সুরমা থানা ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মুস্তাক আহমদ, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহিদ আহমদ, মহানগর ছাত্রদল নেতা জুম্মান আহমেদ রিপন, আব্দুস সামাদ আজাদ, নাঈম ইসলাম রাহি, শাহরিয়ার ইরফান, নাসিম আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ইফাজ জামান, মারুফ উদ্দিন সানি, জিসান আহমেদ, রিফাত আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ: এমরান আহমেদ চৌধুরী
আমাদের নেতা তারেক রহমান সুস্থ শরীরে দেশে ফিরতে পারে সকলেই দোয়া করবেন,যাতে আমাদের নেতা তারেকRead More

ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েকRead More